কোভিড-১৯: নীলফামারীর পাঁচ ব্যাংক কর্মকর্তা আক্রান্ত

নীলফামারীতে দুই ব্যাংকের পাঁচ কর্মকর্তার মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে।

নীলফামারী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 May 2020, 04:09 AM
Updated : 3 May 2020, 07:09 AM

শনিবার রাতে এই পাঁচজনের প্রতিবেদন পাওয়া গেছে বলে জেলার সিভিল সার্জন রণজিৎ কুমার বর্মণ জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, পাঁচ ব্যাংক কর্মকর্তার মধ্যে চারজন হলেন ইসলামী ব্যাংক নীলফামারীর সৈয়দপুর শাখার। অপরজন রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের ডিমলা উপজেলার ডাঙ্গারহাট শাখার।

দুই ব্যাংকের এই পাঁচ কর্মকর্তাকে নীলফামারী সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের সংস্পর্শে আসা লোকজনকে শনাক্ত করার কাজ চলছে বলে তিনি জানান।

সিভিল সার্জন বলেন, গত ৭ এপ্রিল থেকে ২ মে পর্যন্ত এ জেলায় মোট ২১ জনের কোভিড-১৯ শনাক্ত হয়েছে। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ছয়জন।