পরিবহনে চাঁদাবাজি: ময়মনসিংহে চার পুলিশ বরখাস্ত

ময়মনসিংহ নগরীতে পরিবহনে চাঁদাবাজির অভিযোগে চার পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

ময়মনসিংহ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 May 2020, 02:48 PM
Updated : 2 May 2020, 02:48 PM

বরাখাস্তকৃতরা হলেন কোতোয়ালী মডেল থানার দুই এএসআই রেজাউল করিম ও শাহ কামাল এবং দুই কনস্টেবল কাউসার ও উজ্জ্বল।

শনিবার দুপুরে পুলিশ সুপার মোহাম্মদ আহমার উজ্জামান জানান, ওই চার পুলিশ সদস্যের বিরুদ্ধে দায়িত্ব পালন কালে বা অন্য সময়ে নগরীর পাটগুদাম ব্রিজ এলাকায় ট্রাক-পিকআপ, অটোরিকশা (সিএনজি) সহ বিভিন্ন পরিবহনে চাঁদাবাজির অভিযোগ ছিল।

“পরে তাদের পুলিশ লাইন্সে ক্লোজড করা হয়।”

বিষয়টি তদন্ত করে অভিযোগের সত্যতা পাওয়ার পর তাদের সাময়িক বরখাস্ত করা হয়েছে।

পুলিশ সুপার আরো বলেন, “পুলিশে চাকরি করলে সততা সাথে মানুষের কল্যাণে কাজ করতে হবে। বাহিনীর সুনাম ক্ষুণ্ন হবে আমি এটি করতে দেব না।”

এর আগে, পুলিশের নাম ভাঙিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন পয়েন্টে ট্রাক-পিকআপ, অটোরিকশা-সিএনজিসহ বিভিন্ন পরিবহন থেকে চাঁদা আদায় করার সময় গত বৃহস্পতিবার ছয় জনকে আটক করেছে ডিবি পুলিশ।

তবে পুলিশ সুপার মোহাম্মদ আহমার উজ্জামান বলেন, এই ছয় চাঁদাবাজের সঙ্গে চার পুলিশ সদস্যর বরখাস্ত হওয়ার সম্পর্ক নাই।