মৌলভীবাজারে পুলিশ ও ব্যাংক কর্মকর্তার কোভিড-১৯

মৌলভীবাজারে পুলিশ, ব্যাংক কর্মকর্তা ও আনসার সদস্যসহ আরও পাঁচজনের কোভিড-১৯ শনাক্ত হয়েছে।

মৌলভীবাজার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 May 2020, 07:19 AM
Updated : 2 May 2020, 07:19 AM

জেলার সিভিল সার্জন তাউহীদ আহমদ জানান, নতুন পাঁজনের মধ্যে রয়েছেন জুড়ি উপজেলায় দুইজন, কমলগঞ্জ উপজেলায় দুইজন ও শ্রীমঙ্গল উপজেলায় একজন।

জুড়ি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সমরজিৎ সিংহ জানান, জুড়ী উপজেলায় নতুন করে শনাক্ত হয়েছেন দুই পুলিশ সদস্য। তারা হলেন জুড়ী থানায় কনস্টেবল।

এই দুইজন গত ১৫ এপ্রিল জুড়ী থানায় যোগ দেন বলে জুড়ি থানার ওসি জাহাঙ্গীর হোসেন সরদার জানিয়েছেন।

এদিকে প্রথমবারের মতো জেলার কমলগঞ্জ উপজেলায় আক্রান্ত হয়েছেন দুইজন। তাদের মধ্যে একজন সোনালী ব্যাংক ভানুগাছ শাখার কর্মকর্তা ও আরেকজন হলেন আনসার সদস্য, জানিয়েছেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশিকুল হক।

আর শ্রীমঙ্গল উপজেলায় নতুন আক্রান্ত হয়েছেন একটি ব্যাংকের একজন নিরাপত্তাকর্মী, জানিয়েছেন শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাজ্জাদ আহমদ চৌধুরী।

সিভিল সার্জন বলেন, “এ নিয়ে মৌলভীবাজারে মোট ১৬ জনের কোভিড-১৯ শনাক্ত হল। সবার অবস্থাই ভাল। তবে জনগণের চলাচল সীমিত না করলে এবং ঢাকা-নারায়ণগঞ্জসহ থেকে লোকজন আসা বন্ধ না করলে পরিস্থিতির অবনতি হতে পারে।”