নাটোরে জুমার নামাজে সংঘর্ষ, পুলিশসহ আহত ৬

মসজিদে জুমার নামাজ আদায় করা নিয়ে দুই দল মুসল্লির সংঘর্ষে নাটোরে এক নারী পুলিশসহ ছয়জন আহত হয়েছেন।

নাটোর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 May 2020, 08:37 PM
Updated : 1 May 2020, 08:37 PM

শুক্রবার নাটোর সদর উপজেলার পূর্ব ভাতুড়িয়া গ্রামে এ ঘটনায় স্থানীয় এক ইউপি সদস্যসহ নয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নাটোর সদর থানার ওসি জাহাঙ্গীর আলম বলেন, সরকারি নির্দেশনা মেনে পূর্ব ভাতুড়িয়া জামে মসজিদের ইমামসহ ১২ জন জুমার নামাজ আদায় করেন। বাড়তি মুসল্লিদের চাপ সামলাতে ওই সময় মসজিদের প্রবেশপথ বন্ধ রাখেন তিনি।

“এ সময় গ্রামের আরও অনেকেই মসজিদে গিয়ে বারান্দায় নামাজ আদায় করেন।”

ওসি বলেন, মসজিদের ভেতর থেকে নামাজ শেষে ইমাম ও মুয়াজ্জিন বাইরে এলে পরে আসা মুসল্লিদের সঙ্গে বাকবিতন্ডা শুরু হয়। এ সময় গ্রামের শাহীন হোসেন নামের এক তরুণ পরে আসা মুসল্লিদের সঙ্গে তর্কে জড়ালে তারা ওই তরুণকে চড়-থাপ্পড় দেন। এরপর শাহীন বাড়ি চলে গেলে মুসল্লিরা সেকানে গিয়ে ফের তাকে ও তার এক ভাইকে মারপিট করেন। তখন তিনি পুলিশকে খবর দেন।

ওসি বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে মুসল্লিরা পুলিশের ওপর হামলা করে। এ সময় মুসল্লিদের দুই পক্ষ ও পুলিশ সংঘর্ষে জড়িয়ে পড়ে।

“এতে এসআই আনহার হোসেন, কন্সটেবল এসকেন্দারসহ চার পুলিশ আহত হন। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে।”

পুলিশ তাৎক্ষণিক গ্রামে অভিযান চালিয়ে দিঘাপতিয়ার ইউপি সদস্য নাদিম হোসেন ও শাহীন হোসেনসহ নয়জনকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে; এ ঘটনায় থানায় মামলা হয়েছে বলে ওসি জানান।