সাতক্ষীরার ভোমরা বন্দরের ওপারে ১৭শ ট্রাক আটকা

করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে অবরুদ্ধ অবস্থায় সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরের ওপারে বাংলাদেশের আমদানি পণ্যবাহী দেড় হাজারের বেশি ট্রাক আটকে আছে।

সাতক্ষীরা প্রতিনিধিশরীফুল্লাহ কায়সার, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 May 2020, 03:55 PM
Updated : 1 May 2020, 04:03 PM

ভোমরা বন্দরের সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান নাছিম শুক্রবার একথা জানান।

দুদেশের আমদানি-রপ্তানি পুনরায় চালু করার লক্ষ্যে শুক্রবার উভয় দেশের সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন নেতৃবৃন্দের এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভা শেষে মোস্তাফিজুর রহমান নাছিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সীমান্তের ওপারে বাংলাদেশি পণ্যবাহী ১৭ শতেরও বেশি ট্রাক আটকে আছে। ওইসব ট্রাকে শুকনো মরিচ, আদাসহ পচনশীল নানা পণ্য রয়েছে।

“সভায় বাংলাদেশি সিএন্ডএফ এজেন্টের পক্ষে আটকে থাকা ওই ট্রাকগুলো জিরো পয়েন্টে আনলোডের প্রস্তাব দেওয়া হয়। ভারতীয় সিএন্ডএফ এজেন্টের পক্ষে আগামী সপ্তাহে ভারতের কাস্টমস কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত জানাবেন বলে আশ্বাস দেওয়া হয়েছে।”

সাতক্ষীরার ভোমরা ও ভারতের ঘোজাডাঙ্গা স্থলবন্দরের জিরো পয়েন্টে অনুষ্ঠিত এ সভায় বাংলাদেশের ভোমরা সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান নাছিমের নেতৃত্বে সাতজন ও ভারতীয় সিএন্ডএফ এজেন্টের সভাপতি কান্তি দত্তের নেতৃত্বে আট জন অংশ নেন।

এ ব্যাপারে ভোমরা বন্দরের কাস্টমস কর্তৃপক্ষের পক্ষে রাজস্ব কর্মকর্তা শেখ এনাম আহমেদ বলেন, “বাংলাদেশের পক্ষ থেকে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ নেই, চালু রয়েছে।”