সুনামগঞ্জে চিকিৎসকসহ আরও ৪ জন আক্রান্ত  

সুনামগঞ্জে নতুন করে এক চিকিৎসকসহ আরও চারজনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

কিশোরগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 May 2020, 02:34 PM
Updated : 1 May 2020, 02:34 PM

শুক্রবার সন্ধ্যায় সুনামগঞ্জের সিভিল সার্জন ডা. শামস উদ্দিন এ তথ্য জানান। 

এ নিয়ে জেলায় করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা ৩৩ জনে দাঁড়াল।

সি‌ভিল সার্জন বলেন, সিলেটের এমএ‌জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতা‌লের ল্যাবে পরীক্ষার জন্য নমুনার জট ছিল। এ জন্য সিলেট বিভাগ থেকে এক হাজারের বেশি নমুনা ঢাকার আগারগাঁওয়ে ন্যাশনাল ইন্সটিটিউট অব ল্যাবরেটরি অ্যান্ড রেফারেল সেন্টারে করোনাভাইরাস পরীক্ষার জন্য পাঠানো হয়।

“পরীক্ষার ফলাফ‌লে সুনামগঞ্জের চারজন শনাক্ত হন। তাদের মধ্যে সুনামগঞ্জ সদর হাসপাতালের একজন চিকিৎসক, বিশ্বম্ভরপুর উপজেলার একজন নার্স, দিরাই উপজেলার ঢাকা ফেরত একজন নারী (৩৫) ও জগন্নাথপুর উপজেলার এক ব্যক্তি রয়েছেন।”