কুড়িগ্রামে ‘বাবার লাঠির আঘাতে’ ছেলের মৃত্যু

কুড়িগ্রামের রাজারহাটে পারিবারিক কলহের জেরে ছেলেকে লাঠির আঘাতে হত্যার অভিযোগ উঠেছে বাবার বিরুদ্ধে।

কুড়িগ্রাম প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 May 2020, 01:42 PM
Updated : 1 May 2020, 01:42 PM

উপজেলার চাকিরপশার ইউনিয়নের চান্দামারী ঝাকুয়াটারী গ্রামে এ ঘটনা ঘটে বলে রাজারহাট থানার ওসি কৃঞ্চ কুমার সরকার জানান।

নিহত আহসান হাবীব সানু (৩২) ওই গ্রামের আব্দুল হাই ঝুনুর ছেলে এবং চান্দামারী উচ্চ বিদ্যালয়ের কৃষি বিষয়ক শিক্ষক ছিলেন।

স্থানীয়রা জানান, সানুর মা মারা যাওয়ার পর তার বাবা দ্বিতীয় বিয়ে করেন। এরপর থেকেই সৎ মায়ের সঙ্গে সানুর দন্দ্ব শুরু হয়। এছাড়া পারিবারিকভাবে প্রতিষ্ঠিত কওমি মাদ্রাসার আয়-ব্যয় নিয়েও ছিল তাদের মধ্যে কোন্দল ছিল।

গত সপ্তাহে সানুর সঙ্গে তার সৎ মা লাকি বেগমের কথাকাটি হয়। এর জেরে রাগ করে বাপের বাড়ি চলে যান লাকি।এ কলহ মেটাতে বৃহস্পতিবার বেলা ১১টায় সানুর সঙ্গে তার বাবা, চাচা বাচ্চু মিয়া ও  চাচাত ভাই মাহবুরের বাড়ির উঠোনে বৈঠক চলছিল। এক পর্যায়ে ঝুনু ও তার আত্মীয়রা লাঠি দিয়ে সানুর উপর হামলা চালায়। এ সময় সানুর স্ত্রী নিপা এগিয়ে গেলে তাকেও মারধর করা হয়। পরে সানু গুরুতর অসুস্থ হয়ে পরলে তাকে প্রথমে রাজারহাট স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে বিকালেই তাকে রংপুরে স্থানান্তরিত করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার বেলা ১২টায় তার মৃত্যু হয়।

ওসি বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরর প্রস্তুতি চলছে।