নড়াইলে চাল ‘আত্মসাৎ’: বরখাস্ত চেয়ারম্যান গ্রেপ্তার

ত্রাণের চাল আত্মসাতের মামলার পর সাময়িক বরখাস্ত হওয়া নড়াইলের এক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে পুলিশ গ্রেপ্তার করেছে।

নড়াইল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 May 2020, 12:58 PM
Updated : 1 May 2020, 12:58 PM

শুক্রবার কালিয়া উপজেলার খড়রিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

জারজিদ মোল্যা (৫২) কালিয়ার পেড়লী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদ থেকে আগে বরখাস্ত হয়েছিলেন; এখন গ্রেপ্তার হলেন।

মামলার অভিযোগ থেকে নড়াইলের গোয়েন্দা পুলিশের এএসআই মো. আনিচুজ্জামান বলেন, বিভিন্ন সময়ে ৮৫ জন জীবিত ও মৃত ব্যক্তির নামে ত্রাণের (ভিজিডি) ৪০ টন ৮শ’ কেজি চাল আত্মসাতের অভিযোগে গত ১৮ এপ্রিল জারজিদ মোল্যার বিরুদ্ধে কালিয়া থানায় মামলা দায়ের করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের সুপারভাইজার মতিয়ার রহমান।

“এ বিষয়ে পরবর্তী কার্যক্রমের জন্য মামলার নথি যশোর দুদক কার্যালয়ে পাঠানো হয়। দুদক গত ২১ এপ্রিল মামলাটি আমলে নেয়।”

নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন বলেন, “দুদকের রিকুইজিশনের পর আমরা তাকে গ্রেপ্তার করেছি। এখন আদালতে পাঠানোর মাধ্যমে যথাযথ ব্যবস্থা গ্রহণ করছি। চাল আত্মসাতে জড়িতদের কোনো ছাড় দেওয়া হবে না।”

ভালনারেবল গ্রুপ ডিসকাশন (ভিজিডি)-এর চাল আত্মসাতের অভিযোগে গত ২৩ এপ্রিল স্থানীয় সরকার বিভাগ এক পত্রে জারজিদ মোল্যাকে সাময়িকভাবে বরখাস্ত করে।