কোভিড ১৯: মাগুরায় স্বাস্থ্যকর্মী আক্রান্ত

মাগুরার শালিখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত এক এক্সরে অপারেটরের করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

মাগুরা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 May 2020, 11:56 AM
Updated : 1 May 2020, 11:56 AM
শুক্রবার সিভিল সার্জন প্রদীপ কুমার সাহা এ তথ্য নিশ্চিত করেন।

ওই স্বাস্থ্যকর্মীর সংস্পর্শে আসা ১০ জন কর্মকর্তা ও কর্মচারীর নমুনা সংগ্রহ করে খুলনায় পাঠিয়েছে স্বাস্থ্য বিভাগ। পাশাপাশি ওই স্বাস্থ্যকর্মী যে স্টাফ কোয়ার্টারে থাকেন সেটি অবরুদ্ধ ঘোষণা করা হয়েছে।

মাগুরা সিভিল সার্জন কার্যালয়ের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা জিল্লুর রহমান বলেন, “এক সপ্তাহ আগে শালিখা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ১৪ জনের নমুনা পরীক্ষার জন্য খুলনা পাঠানো হয়। যার মধ্যে ওই এক্সরে অপারেটরের করোনাভাইরাস পজেটিভ এসেছে। তাকে হোম কোয়ারেন্টিনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।”

মাগুরায় এ পর্যন্ত মোট ৫ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে।