সাতক্ষীরায় জ্বর–শ্বাসকষ্টে সাংবাদিকের মৃত্যু

সাতক্ষীরায় জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে স্থানীয় এক সংবাদকর্মীর মৃত্যু হয়েছে।   

সাতক্ষীরা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 April 2020, 06:45 PM
Updated : 30 April 2020, 06:45 PM

বুধবার রাতে তালা উপজেলার নিজ বাড়িতে এই ব্যক্তির মৃত্যু হয় বলে তালা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রাজীব সরদার জানান।

মৃত ব্যক্তির পরিবারের লোকজন জানান, তিনি ঢাকা থেকে প্রকাশিত একটি পত্রিকার তালা প্রতিনিধি হিসেবে কাজ করতেন। কিছুদিন ধরে তিনি জন্ডিসে ভুগছিলেন। স্থানীয়ভাবে তিনি চিকিৎসা নিচ্ছিলেন।

চিকিৎসা কর্মকর্তা রাজীব সরদার বলেন, গত মঙ্গলবার দুপুরের পর ওই ব্যক্তি তালা স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে। তিনি জন্ডিস বা অন্য কোনো রোগে ভুগছিলেন এমন তথ্য তাদের জানাননি। তাকে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়।

“মঙ্গলবার রাত ১০টার দিকে তাকে উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে যেতে পরামর্শ দেওয়া হয়। কিন্তু তিনি সাতক্ষীরায় না গিয়ে স্থানীয় এক কবিরাজের কাছে যান। সেখান থেকে বাড়ি ফিরে তিনি মারা যান।”

এই স্বাস্থ্য কর্মকর্তা জানান, মৃত ব্যক্তিসহ তিনজনের নমুনা সংগ্রহ করা হয়েছে। পাশাপাশি বাড়িতে লাল পতাকা টাঙিয়ে দিয়ে কোয়ারেন্টিনে থাকতে বলা হয়েছে। বিশেষ ব্যবস্থায় তার দাফন সম্পন্ন হয়েছে।