রাজশাহীতে আইসোলেশনে মৃত্যু, পরীক্ষায় মেলেনি কোভিড-১৯

রাজশাহীতে করোনাভাইরাস আইসোলেশন ইউনিটে মারা যাওয়া ৮০ বছর বয়সী এক বৃদ্ধের নমুনা পরীক্ষায় কোভিড-১৯ সংক্রমণ শনাক্ত হয়নি।

রাজশাহী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 April 2020, 06:05 PM
Updated : 30 April 2020, 06:05 PM

স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, প্রথম দফা পরীক্ষায় তার করোনা পজিটিভ হলেও দ্বিতীয় দফায় নেগেটিভ এসেছে।

বৃহস্পতিবার রাজশাহী মেডিকেল কলেজের অধ্যক্ষ নওশাদ আলী এই তথ্য নিশ্চিত করেছেন।

গত রোববার বাঘা উপজেলার বাসিন্দা এই ব্যক্তির মৃত্যু হয় বলে নওশাদ আলী জানান।

অধ্যাপক নওশাদ আলী বলেন, “দ্বিতীয় পরীক্ষায় ওই ব্যক্তির প্রতিবেদন করোনা নেগেটিভ এসেছে। তিনি আসলে করোনায় আক্রান্ত হয়ে মারা যাননি। তার ফুসফুসে পানি ও বাতাস জমেছিল। এ কারণেই তাকে বাঁচানো সম্ভব হয়নি।”

নওশাদ আলী বলেন, ১৯ এপ্রিল ওই বৃদ্ধ জ্বর ও প্রস্রাবের যন্ত্রণা নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। এক্স-রে করার পর চিকিৎসকেরা সন্দেহ করেন, তিনি করোনায় আক্রান্ত হতে পারেন। চিকিৎসকেরা তার নমুনা পরীক্ষা করান। পরীক্ষার প্রতিবেদন পজিটিভ আসে। তারপর থেকে তাকে হাসপাতালের আইসোলেশন ইউনিটে রাখা হয়।

নগরের হেতেমখাঁ কবরস্থানে তার লাশ দাফন করা হয়েছে।

রাজশাহী স্বাস্থ্য বিভাগ জানায়, রাজশাহীতে গত ১২ এপ্রিল প্রথম করোনাভাইরাস রোগী শনাক্ত হয়। সর্বশেষ বৃহস্পতিবার একজন আক্রান্ত রোগী শনাক্ত হওয়ার পর আক্রান্তের সংখ্যা হয় ১৪।