শরীয়তপুরের আরও ৬ জন করোনাভাইরাসে আক্রান্ত

শরীয়তপুরে আরও ছয় জনের দেহে কোভিট-১৯ শনাক্ত হয়েছে, যাদের মধ্যে ঢাকা ও নারায়ণগঞ্জ থেকে আসা রোগীর সংস্পর্শে আসা কয়েকজন রয়েছেন বলে স্বাস্থ্য বিভাগ জানিয়েছে।

শরীয়তপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 April 2020, 04:56 PM
Updated : 30 April 2020, 04:56 PM

শরীয়তপুর জেলা স্বাস্থ্য বিভাগের করোনাভাইরাস ফোকাল পার্সন আবদুর রশিদ জানান, নতুন করে আরও ছয়জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে ডামুড্যা উপজেলার ধানকাঠি ইউনিয়নে দুইজন, সদরের চন্দ্রপুর ও পৌর এলাকায় দুইজন, নড়িয়ার বিঝারী ইউনিয়নে একজন এবং জাজিরার নাওডোবার একজন করোনা রোগী শনাক্ত হয়েছে।

“এরা নারায়ণগঞ্জ ও ঢাকা থেকে আসা লোকজনের সঙ্গে সংশ্লিষ্ট পরিবারের সদস্য। এদের নিবিড় পর্যবেক্ষণে হোম আইসোলেশনে রাখা হয়েছে।”

রশিদ জানান, এ নিয়ে শরীয়তপুর জেলায় মোট ২৯ জন করোনা রোগী শনাক্ত হলো। এর মধ্যে দুইজনের মৃত্যু হয়েছে। এখনও ২৭ জন চিকিৎসাধীন আছেন।

শরীয়তপুর সিভিল সার্জন আবদুল্লাহ আল মুরাদ বলেন, দুই দিন আগে যাদের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছিল তাদের মধ্যে চারটি উপজেলায় ছয়জনের পজিটিভ রিপোর্ট পাওয়া গেছে। এদের প্রত্যেককে নিবিড় পর্যবেক্ষণে বাড়িতে চিকিৎসা দেওয়া হচ্ছে।