করোনাভাইরাস: টাঙ্গাইলে চিকিৎসক আক্রান্ত

টাঙ্গাইলে নতুন করে একজন চিকিৎসক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

টাঙ্গাইল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 April 2020, 12:28 PM
Updated : 30 April 2020, 01:09 PM

বৃহস্পতিবার সকালে সিভিল সার্জন ডা. মো. ওয়াহীদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন।

এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা ২৪ জনে দাঁড়াল বলে জানান তিনি।

আক্রান্ত ওই চিকিৎসকের বাড়ি জেলার ঘাটাইল উপজেলায়। তিনি টাঙ্গাইল শহরের কলেজ পাড়ায় একটি বাড়িতে পরিবার নিয়ে ভাড়া থাকেন।

সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্রের মেডিকেল অফিসার হিসেবে কর্মরত রয়েছেন তিনি।

আক্রান্ত ওই চিকিৎসকের বিষয়ে টাঙ্গাইল সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রামপ্রদ রায় সাংবাদিকদের বলেন,“গত কয়েকদিন ধরে ওই চিকিৎসকের মাথা ও শরীরে ব্যথা এবং সেই সঙ্গে দুর্বলতা ছিল। তাই মঙ্গলবার তার নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়। বৃহস্পতিবার তার নমুনার ফলাফল পজেটিভ আসে।” 

আক্রান্ত ওই চিকিৎসক সরাসরি কোন রোগী দেখেন নি। তিনি নমুনা সংগ্রহের দায়িত্বে থাকলেও কোন নমুনা সংগ্রহ করেন নি বলে জানান রামপ্রদ।