মানিকগঞ্জে আইসোলেশন ওয়ার্ডে ৩ জনের মৃত্যু

করোনাভাইরাসের উপসর্গ নিয়ে মানিকগঞ্জ সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হওয়ার পর তিনজন মারা গেছেন।

মানিকগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 April 2020, 08:52 AM
Updated : 30 April 2020, 09:28 AM

হাসপাতালের তত্ত্বাবধায়ক আরশ্বাদ উল্লাহ জানান, বুধবার বিকাল ও মধ্যরাতে তারা মারা যান। তাদের বয়স ৫৪ থেকে ৫৫ বছরের মধ্যে। তাদের মধ্যে দুইজন পুরুষ আর একজন নারী।

তাদের বাড়ি সদর উপজেলার হাটিপাড়া বংকুরী গ্রাম, ঘিওর উপজেলার কেল্লাই গ্রাম ও মানিকগঞ্জ পৌরসভার বেউথা গ্রামে।

তত্ত্বাবধায়ক আরশ্বাদ বলেন, সর্দি-কাশি ও শ্বাসকষ্ট নিয়ে মঙ্গলবার দুপুরে দুই পুরুষকে তাদের হাসপাতালে নিয়ে আসেন স্বজনরা। চিকিৎসাধীন অবস্থায় বুধবার মধ্যরাতে তারা মারা যান। আর বুধবার সকালে ভর্তি করা হয় শ্বাসকষ্ট নিয়ে আসা এক নারীকে। তিনি বিকালে মারা যান।

“করোনাভাইরাসের উপসর্গ থাকায় তিনজনকেই হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়েছিল।”

সবার নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে জানিয়ে তত্ত্বাবধায়ক বলেন, প্রশাসন ও পুলিশের উপস্থিতিতে বুধবার রাতে ওই নারীর এলাকায় লাশ দাফন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে আরেকজনের লাশ স্বজনরা বাড়ি নিয়ে গেছেন। প্রশাসনের পক্ষ থেকে তার দাফনসহ প্রয়োজনীয় পদক্ষেপ নেওয় হচ্ছে। অন্যজনের লাশ বৃহস্পতিবার দুপুর পর্যন্ত কেউ নিতে আসেননি। তার লাশ হাসপাতালেই রয়েছে।