লক্ষ্মীপুরে চার মাসের শিশুসহ আরও ছয়জনের কোভিড-১৯

লক্ষ্মীপুরে চার মাসের শিশু ও একটি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যানসহ আরও ছয়জনের কোভিড-১৯ শনাক্ত হয়েছে।

লক্ষ্মীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 April 2020, 07:12 AM
Updated : 30 April 2020, 07:12 AM

বৃহস্পতিবার সকালে  চট্টগ্রাম ভেটেরেনারি বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি থেকে পাওয়া প্রতিবেদনে তাদের পজিটিভ এসেছে বলে জানিয়েছেন লক্ষ্মীপুরের সিভিল সার্জন আব্দুল গাফফার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, ছয়জনের মধ্যে সদর উপজেলার সোনাপুর গ্রামের চার মাসের এক শিশুসহ এক  পরিবারে তিনজন রয়েছেন। আর দুইজনের বাড়ি সদর উপজেলার দিলশাদপুর গ্রামে। অন্যজন হলেন রামগতি উপজেলার এক ইউনিয়ন পরিষদের একজন প্যানেল চেয়ারম্যান।

সিভিল সার্জন বলেন, এ নিয়ে এ জেলায় মোট ৪৩ জনের কোভিড-১৯ শনাক্ত হল। জেলার চারটি উপজেলায় কোভিড-১৯ শনাক্ত হলেও রায়পুর উপজেলায় এখনও কারও শনাক্ত  হয়নি। ৪৩ জনের মধ্যে  সদর উপজেলায় ১৭ জন, রামগঞ্জ উপজেলায় ১৬ জন আর রামগতি ও কমলনগর উপজেলায় রয়েছেন পাঁচজন করে।