কোভিড-১৯: রংপুর মেডিকেলের আরও দুই চিকিৎসক আক্রান্ত

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের আরও দুই চিকিৎসক ও দুই নার্স করোনাভাইরাস আক্রান্ত হয়েছেন।

রংপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 April 2020, 06:45 PM
Updated : 29 April 2020, 06:45 PM

গত ২৪ ঘণ্টায় এই মেডিকেলে ১৮৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে, যাতে ওই চারজনসহ দিনাজপুরেরও দুইজনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। 

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ফরিদুল ইসলাম চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বুধবার ১৮৮ জনের নমুনা পরীক্ষার মধ্যে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের কার্ডিওলজি ও মেডিসিন বিভাগের দুই সহকারী রেজিস্ট্রার এবং একই ওয়ার্ডের দুইজন সিনিয়র স্টাফ নার্স (একজন পুরুষ) আক্রান্ত হয়েছেন। 

গত বৃহস্পতিবার (২৩ এপ্রিল) এই  হাসপাতালের দুই নার্স এবং সোমবার (২৭ এপ্রিল) দুই চিকিৎসকের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

এ নিয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের চারজন চিকিৎসক ও চারজন নার্স আক্রান্ত হলেন।

তিনি আরও বলেন , করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসার কাজে  নিয়োজিত থাকার  কারণে চার চিকিৎসক ও চার নার্স আক্রান্ত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।