করোনাভাইরাস: লক্ষ্মীপুরে ৪ মাসের শিশু আক্রান্ত

লক্ষ্মীপুর জেলায় নতুন করে চার মাস বয়সী শিশু এবং এক ইউনিয়নের প্যানেল চেয়ারম্যানসহ ছয়জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

লক্ষ্মীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 April 2020, 06:24 PM
Updated : 29 April 2020, 06:24 PM

বুধবার রাত সাড়ে ১০টায় চট্টগ্রাম ভেটেনারি বিশ্ববিদ্যালয়ের ল্যাব থেকে প্রাপ্ত ফলাফলে এ তথ্য পাওয়া যায় বলে জানান সিভিল সার্জন ডা. আব্দুল গাফফার।

নতুন করে আক্রান্তদের মধ্যে লক্ষ্মীপুর সদর উপজেলার সোনাপুর গ্রামে চার মাসের শিশুসহ একই পরিবারে তিন জন রয়েছে। দিলশাদপুর গ্রামের দুই জন ও রামগতি উপজেলার এক ইউনিয়নের প্যানেল চেয়ারম্যানের করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

নতুন করে ৬ জনসহ লক্ষ্মীপুর জেলায় মোট করোনাভাইরাস শনাক্ত হয়েছে ৪৩ জনের।

লক্ষ্মীপুর জেলায় ৪টি উপজেলায় কোভিড-১৯ রোগী শনাক্ত হলেও একমাত্র রায়পুর উপজেলা এখন র্পযন্ত কোনো রোগী সরকারিভাবে শনাক্ত হয়নি।

৪৩ জনের মধ্যে সদর উপজেলায় ১৭ জন, রামগঞ্জ উপজেলায় ১৬ জন, রামগতি ও কমলনগর উপজেলায় ৫ জন করে করোনাভাইরাসের রোগী শনাক্ত হয়েছে।