কুষ্টিয়ায় অন্তঃসত্ত্বা নারীকে পুড়িয়ে হত্যা-চেষ্টার অভিযোগ

কুষ্টিয়া শহরে এক অন্তঃসত্ত্বা নারীকে পেট্রোলের আগুনে পুড়িয়ে হত্যা-চেষ্টার অভিযোগে পুলিশ এক যুবককে আটক করেছে।

কুষ্টিয়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 April 2020, 03:43 PM
Updated : 29 April 2020, 03:43 PM

বুধবার শহরের কমলাপুর এলাকায় এ ঘটনা ঘটে বলে কুষ্টিয়া মডেল থানার ওসি গোলাম মোস্তফা জানান।

দগ্ধ গৃহবধূকে (৩৫) কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এলাকাবাসী জানায়, মিরপুর উপজেলার বহলবাড়ীয়া গ্রামের এই গৃহবধূ শহরের কমলাপুর এলাকার বজলুল হকের বাড়িতে ভাড়া থাকেন।

এলাকাবাসীর বরাত দিয়ে কুষ্টিয়া মডেল থানার ওসি গোলাম মোস্তফা বলেন, “পূর্ব শত্রুতার জের ধরে বুধবার সকালে ওই বাড়ির মালিকের ছেলে রোকনুজ্জামান রনি (৩৫) এই গৃহবধূর শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেন।”

এই নারীর চিৎকারে প্রতিবেশীরা ছুটে গেলে রনি পালিয়ে যান বলে ওসি জানান।

ওসি জানান, সংবাদ পেয়ে পুলিশ ওই মহিলাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল ভর্তি করেছে। সেই সাথে ঘটনায় জড়িত সন্দেহে রনি নামে এক যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

কী কারণে ওই যুবক এ ঘটনা ঘটিয়েছেন তা এখনও জানা যায়নি বলে ওসি জানান।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার তাপস কুমার সরকার বলেন, অগ্নিদগ্ধ এই নারীকে হাসপাতালের জরুরি বিভাগে আনলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়েছেন। দেহের প্রায় ৮০ শতাংশ দগ্ধ হওয়ায় তাকে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।