কেভিড-১৯: বরগুনায় ৭০ বছরের রোগীসহ ৪ জন ফিরলেন বাড়ি

নভেল করোনাভাইরাস আক্রান্ত হয়ে বরগুনায় চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন চারজন; যাদের একজনের ৭০ বছরের বেশি এবং দুইজনের ৬০ বছরের বেশি বয়স।

বরগুনা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 April 2020, 03:35 PM
Updated : 29 April 2020, 03:35 PM

বুধবার বরগুনা জেনারেল হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফেরেন এ চারজন বলে জানিয়েছেন জেলার সিভিল সার্জন ডা. হুমায়ূন শাহিন খান।

এছাড়া গত এক সপ্তাহে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ষাটোর্ধ্ব আরো এক রোগীসহ পাঁচজন।

“সব মিলিয়ে বরগুনা জেনারেল হাসপাতালে এ পর্যন্ত ভর্তি হওয়া ১১ জন করোনা রোগীর মধ্যে ১৬ দিনে নয় জনই পুরোপুরি সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

“তিন-তিনবার ফলোআপ টেস্টে নেগেটিভ আসার পরেই তাদের হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে।”

বরগুনা জেনারেল হাসপাতালে থাকা বাকি দুজন রোগীও সুস্থ হওয়ার পথে বলে জানিয়েছেন, হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. সোহরাব উদ্দীন। 

বরগুনা জেনারেল হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ এম কে আজাদ জানান, বরগুনা জেনারেল হাসপাতালে এখন অবধি কোনো মৃত্যু নেই।

জেলার দুটি উপজেলায় যে দুজনের মৃত্যু হয়েছে তাদের কেউই বরগুনা সদর হাসপাতালে চিকিৎসা নেননি। তারা চিকিৎসা নিয়েছেন বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতাল ও পটুয়াখালী জেনারেল হাসপাতালে বলে জানান তিনি।