জয়পুরহাটে করোনাভাইরাস আক্রান্ত বেড়ে ২৮

জয়পুরহাটে আরো নয় জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। এ নিয়ে এ জেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮ জনে।

জয়পুরহাট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 April 2020, 07:50 PM
Updated : 28 April 2020, 07:50 PM

মঙ্গলবার রাতে জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে আক্রান্তদের গোপীনাথপুর আইসোলেশন সেন্টারে নেওয়া হয়েছে। তারা কালাই উপজেলার বাসিন্দা।

জয়পুরহাট সিভিল সার্জন ডা. সেলিম মিঞা জানান, আক্রান্তরা ঢাকা ও নারায়ণগঞ্জ থেকে তাদের বাড়ি এসেছেন। তাদের হোম কোয়ারেন্টিনে রাখার পর নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়। মঙ্গলবার সন্ধ্যায় ঢাকার আইইডিসিআর থেকে তাদের রিপোর্ট সিভিল সার্জন অফিসে পাঠানো হয়েছে।

“জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে আক্রান্তদের নয়টি বাড়ি লকডাউন করা হয়েছে।”

জেলায় বর্তমানে আইসোলেশনে ৪৪ জন এবং হোম কোয়ারেন্টিনে আছেন ৯৩৬জন রয়েছেন। যাদের অধিকাংশই ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুর থেকে আসা।