দিনাজপুরে করোনাভাইরাস আক্রান্ত বেড়ে ১৮ জন

দিনাজপুরে নতুন করে তিন জনের শরীরে কোভিড-১৯ পজিটিভ ধরা পড়েছে।

দিনাজপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 April 2020, 07:25 PM
Updated : 28 April 2020, 07:25 PM

মঙ্গলবার ফলাফল আসা এদের দুইজন নবাবগঞ্জ উপজেলায় এবং অপরজন বোচাগঞ্জ উপজেলায়।

দিনাজপুর সিভিল এম আব্দুর রহিম মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. শিবেস সরকার জানান, মঙ্গলবার দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজের আরটি পিসিআর ল্যাব থেকে তারা ১৭৮ জনের নমুনা পরীক্ষা রিপোর্ট পেয়েছে।

“১৭৮ জনের মধ্যে পজেটিভ ৮ জনের এবং ১৭০ জনের নেগেটিভ।”

৮ জন পজেটিভ রোগীর মধ্যে দিনাজপুরে তিনজন, নীলফামারী তিন এবং ঠাকুরগাঁও ও পঞ্চগড়ে একজন করে।

এ তিনজনকে নিয়ে দিনাজপুর জেলায় মোট শনাক্ত এ রোগী বেড়ে দাঁড়াল ১৮ জনে। এরা সদরে ৬ জন, নবাবগঞ্জে ৫ জন, বোচাগঞ্জে ২ জন এবং কাহারোল, ফুলবাড়ী, পার্বতীপুর, ঘোড়াঘাট ও হাকিমপুর উপজেলায় একজন করে।