নাটোরে প্রথম কোভিড-১৯ রোগী শনাক্ত

নাটোরে প্রথমবারের মতো করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।

নাটোর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 April 2020, 07:06 PM
Updated : 28 April 2020, 07:06 PM

মঙ্গলবার রাতে স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, জেলার তিনটি উপজেলায় আটজনের নমুনা পরীক্ষায় ‘পজিটিভ’ ফলাফল এসেছে।

বিস্তারিত বুধবার জানাবে বলেও জানানো হয়েছে।

নাটোরের সিভিল সার্জন মিজানুর রহমান জানান, তিনি ঢাকা থেকে ফোনে জানতে পেরেছেন নাটোর থেকে পাঠানো নমুনার মধ্যে আটজন করোনা রোগী শনাক্ত হয়েছে।

বুধবার সকালের মধ্যে তাকে মেইলে রোগীদের সম্পর্কে বিস্তারিত জানানো হবে। তিনি সে অপেক্ষায় আছেন বলে জানান তিনি।

শনাক্ত হওয়া রোগীদের মধ্যে পাঁচজন সিংড়া উপজেলায়। বাকি ২ জন গুরুদাসপুর ও ১ জন নাটোর সদর উপজেলায়।

সিভিল সার্জন আরও জানান, এসব নমুনা ২২ ও ২৩ এপ্রিল রাজশাহীতে পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। সেখান থেকে পুনঃপরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়।

“ঢাকাতেও পজিটিভ আসায় নাটোর জেলা এখন করোনাভাইরাস আক্রান্ত জেলা হিসাবে চিহ্নিত হল।”