১৩ কর্মীর জ্বর: নীলফামারীতে ইসলামী ব্যাংকের এক শাখা অবরুদ্ধ

১৩ কর্মী জ্বর-সর্দি-কাশিতে আক্রাত হওয়ায় লকডাউন করা হয়েছে সৈয়দপুরের ইসলামী ব্যাংকের শাখা।

নীলফামারী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 April 2020, 04:36 PM
Updated : 28 April 2020, 04:36 PM

মঙ্গলবার বেলা ৯টার দিকে ইসলামী ব্যাংক কর্তৃপক্ষের নির্দেশে নীলফামারীর সৈয়দপুর শাখার সব কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয় বলে জানান শাখাটির ব্যবস্থাপক মো. আনোয়ারুল হক।

বিকালে তিনি জানান, ব্যাংকে কর্মরত কয়েকজন কর্মকর্তা ও কর্মচারী বেশ কয়েকদিন ধরে জ্বরে আক্রান্ত।

“মঙ্গলবার সকালে কর্মরত ১১ জন কর্মকর্তা ও দুই জন কর্মচারী জানান-তারা জ্বরসহ সর্দি, কাশি ও গলা ব্যাথায় আক্রান্ত হয়েছেন। বিষয়টি কেন্দ্রীয় কর্তৃপক্ষকে অবগত করা হলে সৈয়দপুর শাখার সার্বিক কার্যক্রম বন্ধ করে লকডাউন করার নির্দেশ আসে।

এ নির্দেশনা অনুযায়ী মঙ্গলবার সকাল ৯টা থেকে ব্যাংকের সব কার্যক্রম বন্ধ করে শাখা কার্যালয় লকডাউন ঘোষণা করা হয় বলে জানান তিনি।

ব্যাংকের কেন্দ্রীয় কর্তৃপক্ষের পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত সৈয়দপুর শাখার কার্যক্রম বন্ধ থাকবে বলে জানান তিনি।

এছাড়া উপজেলা স্বাস্থ্য বিভাগকে চিঠি দেওয়া হয়েছে অসুস্থ প্রত্যেকের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য।  

সৈয়দপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলিমুল বাশার জানান, ইসলামী ব্যাংক সৈয়দপুর শাখা ব্যবস্থাপক একটি আবেদন করেছেন। তাদের বেশ কজন কর্মকর্তা-কর্মচারী জ্বর, সর্দি, কাশি ও গলা ব্যথায় আক্রান্ত।

“তাদের নুমনা পরীক্ষার জন্য অনুরোধ করা হয় ওই আবেদনপত্রে। বৃহস্পতিবার সকালে ওই ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের নমুনা সংগ্রহ করা হবে।’’