পাবনার বেড়ায় এক শ্রমিককে পিটিয়ে হত্যার অভিযোগ

পাবনায় ‘স্থানীয় এক আওয়ামী লীগ নেতার’ ছেলের বিরুদ্ধে এক শ্রমিককে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।

পাবনা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 April 2020, 01:33 PM
Updated : 28 April 2020, 11:39 PM

মঙ্গলবার দুপুরে আহত এ দিনমজুর বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

নিহত শ্রমিক দুলাল (৪৫) উপজেলার হাটুরিয়া প্রশ্চিম পাড়া গ্রামের মৃত সিরাজ প্রামানিকের ছেলে।

এ হামলার অভিযোগ আসা হিরা (৩০) এক সময় হাটুরিয়া-নাকালিয়া ইউনিয়নের ছাত্রলীগের সভাপতি ছিলেন এবং তার বাবা আরশেদ আলী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বলে স্থানীয়রা জানায়।

এলাকাবাসীকে উদ্ধৃত করে বেড়া মডেল থানার ওসি শাহিদ মাহমুদ খান জানান, মঙ্গলবার সকালে বেড়া উপজেলার হাটুরিয়া গ্রামের দিনমজুর দুলাল ও একই গ্রামের শাজাহান (৭০) নামের দুই শ্রমিক পাশের জগনাথপুর গ্রামে রশিদের বাড়িতে ইট ভাঙার কাজ করতে যান।

“কাজের এক পর্যায়ে সকাল ১০টায় রশিদের ভাতিজা ও আরশেদ বিডিআর-এর ছেলে হিরা (৩০) বাড়িতে এসে হাসুয়ার হাতল নিয়ে দুই শ্রমিকের ওপর হামলা করে এলোপাতাড়ি মারধর করেন।”

এ সময় প্রতিবেশীরা দুই শ্রমিককে গুরুতর আহত অবস্থায় নিয়ে হাটুরিয়া বাজারে প্রাথমিক চিকিৎসা করান। পরে অবস্থা অবনতি হওয়ায় তাদের সকাল ১১টার সময় বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার দুপুর দেড়টায় দুলাল মারা যান বলে জানান তিনি।

পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাবনা মর্গে পাঠায়।

এ ঘটনায় বেড়া থানায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান বেড়া থানার ওসি শাহিদ মাহমুদ খান।