করোনাভাইরাস: ব্রাহ্মণবাড়িয়ায় উপসর্গ নিয়ে তরুণের মৃত্যু 

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে ২০ বছর বয়সী এক তরুণের মৃত্যু হয়েছে, সেখানে তার নমুনা সংগ্রহ করেছে।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 April 2020, 07:37 AM
Updated : 28 April 2020, 07:37 AM

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাত ১১টার দিকে তার মৃত্যু হয় বলে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. শৌকত হোসেন জানান।

ওই তরুণের বাড়ি আশুগঞ্জের লালপুর ইউনিয়নের চরলালপুর গ্রামে।তিনি পেশায় রিকশা চালক ছিলেন।

শৌকত বলেন, “ছেলেটি রোববার হাসপাতালে ভর্তি হয়েছিল। তার জ্বর, কাশি গলাব্যাথা ও শ্বাসকষ্ট ছিল।”

ছেলেটির চাচা বলেন, “তার ভাতিজা বেশ কিছুদিন ধরে টনসিলের সমস্যায় ভুগছিল।সে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি হলে তার জ্বর ও কাশি দেখা দেয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।তাকে লালপুর পারিবারিক কবরস্থানে তার দাফন করা হয়েছে।”

আশুগঞ্জ থানার ওসি মো. জাবেদ মাহমুদ বলেন, হাসপাতাল থেকে ওই ছেলেটির মৃত্যুর বিষয়টি জানানো হলে পুলিশ গিয়ে তার দাফন সম্পন্ন করে। হাসপাতাল কর্তৃপক্ষ ছেলেটির নমুনা সংগ্রহ করেছে এবং ইতোমধ্যে তার বাড়ির আশপাশের সব বাড়ি অবরুদ্ধ ঘোষণা করা হয়েছে।