বগুড়ায় সরকারি কৃষি প্রণোদনার সার-বীজ উদ্ধার

দেশব্যাপী লোপাট হওয়া সরকারি ত্রাণের চাল উদ্ধারের পর বগুড়ায় এবার উদ্ধার হল কৃষি প্রণোদনার সার ও বীজ।

বগুড়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 April 2020, 06:35 PM
Updated : 27 April 2020, 07:00 PM

সোমবার রাত সাড়ে ১০টার দিকে নন্দীগাম উপজেলার দল গাছা গ্রামে অভিযান চালিয়ে এসব উদ্ধার করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আখতার।

শারমিন আখতার জানান, অভিযানে মেহেদী হাসানের বাড়ি থেকে সরকারি কৃষি প্রণোদনার ১০ কেজি ওজনের ৫১ বস্তা বীজ, খোলা বীজ ৫ বস্তা, ২২ বস্তা এমওপি সার, ৪৪ বস্তা বিওপি সার উদ্ধার করা হয়।

কৃষি প্রণোদনার ভর্তুকির এই সার-বীজ বিতরণের তালিকায় গোলামাল রয়েছে বলে জানিয়ে তিনি বলেন, এসব কৃষকরা না পেয়ে বেশির ভাগ ভূমিহীন ও দালালদের বিতরণ করা হচ্ছে বলে খবর ছিল।

ওই সব সার ও বীজ দালাল চক্রের লোকজন কম দামে কিনে নিচ্ছে এমন খবর পেয়ে গোপনে অনুসন্ধান চালান নির্বাহী কর্মকর্তা।

তার ভিত্তিতে এ অভিযান চালানোর সময় মেহেদী হাসান পালিয়ে যান।

তিনি জানান, এ ঘটনায় তদন্ত করে ব্যাবস্থা গ্রহণ করা হবে।