ভিক্ষুকের পর এবার আরেক হতদরিদ্র দান করলেন ৫০ হাজার টাকা

ঘরবন্দি অসহায়দের জন্য শেরপুরের বৃদ্ধ ভিক্ষুকের দানের পর এবার আরেক হতদরিদ্র করোনাভাইরাস আক্রান্তদের চিকিৎসার জন্য সরকারি তহবিলে ৫০ হাজার টাকা দান করার খবর পাওয়া গেছে।

ঝিনাইদহ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 April 2020, 03:45 PM
Updated : 27 April 2020, 03:45 PM

সোমবার বিকালে ঝিনাইদহ জেলা প্রশাসক সরোজ কুমার নাথের হাতে এ টাকা তুলে দেন গ্রামের দরিদ্র ভ্যান চালক রাজ কুমার বিশ্বাস।

সরকারি জায়গায় ঘর করে থাকা এই রাজ কুমারকে সম্প্রতি সেখান থেকে উচ্ছেদ করা হয়। এরপর ঘর তৈরির জন্য তিনি এ ৫০ হাজার টাকা জমিয়েছিলেন বলে জানিয়েছেন বললেন জেলা প্রশাসক জেলা প্রশাসক সরোজ কুমার নাথ।

জেলা প্রশাসক সরোজ কুমার নাথ জানান, নবগঙ্গা নদীর পাড়ে সরকারি জমিতে রাজ কুমার বিশ্বাসের ঘর ছিল। মাস দেড়েক আগে নদী দখলমুক্তকরণ অভিযানে তার ঘর ভেঙে দেওয়া হয়। এরপর অন্য জায়গায় স্ত্রী-পুত্রকে নিয়ে আশ্রয় নেন তিনি।

“ঘর তৈরির জন্য তিলে তিলে সঞ্চয় করেছিলেন ৫০ হাজার টাকা। সে টাকা তুলে দেন করোনাভাইরাস আক্রান্তদের চিকিৎসার জন্য।”

রাজ কুমার বিশ্বাস জানান, ‘কোনো কিছু পাওয়ার জন্য নয়’, মানুষের সেবার জন্য এ টাকা দান করলেন তিনি।

এর আগে করোনাভাইরাস রোধে দেশে ঘরবন্দি মানুষদের সাহায্যের জন্য সরকারি তহবিলে দশ হাজার টাকা দান করেছিলেন শেরপুরের বৃদ্ধ ভিক্ষুক নজিমুদ্দিন। এ ঘটনা দেশে সাড়া ফেলে।

ঝিনাইগাতী উপজেলার কাংশা ইউনিয়নের গান্ধীগাঁও গ্রামের ভিক্ষুক নজিমুদ্দিন (৮০) তার বসত ঘর মেরামত করার জন্য দুই বছর ধরে জমিয়েছেন ভিক্ষার ওই ১০ হাজার টাকা। সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনাও সরকারি তহবিলে নজিমুদ্দিনের প্রশংসা করে এটা দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেন।