ঝালকাঠিতে চিকিৎসকের করোনাভাইরাস শনাক্ত

ঝালকাঠিতে এক চিকিৎসকের করোনাভাইরাস শনাক্ত হয়েছে; এ নিয়ে এ উপজেলার দুইজনসহ জেলায় আক্রান্ত সংখ্যা সাতজনে দাঁড়াল।

ঝালকাঠি প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 April 2020, 01:56 PM
Updated : 27 April 2020, 01:56 PM

সোমবার সন্ধ্যায় ঝালকাঠির সিভিল সার্জন ডা. শ্যামল কৃষ্ণ হাওলাদার জানান, কোনো রোগীর সংস্পর্শ থেকে  নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ওই চিকিৎসকের শরীরে করোনাভাইরাস সংক্রমিত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বেশ কয়েকজন চিকিৎসকের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য আইইডিসিআরে পাঠানো হয়। তার মধ্য থেকে এই চিকিৎসকের পজেটিভ রিপোর্ট আসে। তবে অন্য চিকিৎসকদের নেগেটিভ এসেছে বলে জানান তিনি।

ওই চিকিৎসক তার বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন জানিয়ে সিভিল সার্জন শ্যামল কৃষ্ণ হাওলাদার বলেন, “ওই চিকিৎসকের সাথে আরও পাঁচজন চিকিৎসক ও তাদের সহকারীদেরও কোয়ারেন্টিনে রাখা হয়েছে।