নড়াইল মঙ্গলবার থেকে অবরুদ্ধ

মঙ্গলবার বিকেল ৩টা থেকে নড়াইল জেলায় ‘লকডাউন’ ঘোষণা করা হয়েছে।

নড়াইল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 April 2020, 12:50 PM
Updated : 27 April 2020, 12:50 PM

সোমবার দুপুরে নড়াইলের জেলা প্রশাসক আনজুমান আরা এক গণবিজ্ঞতিতে এ সিদ্ধান্ত জানিয়েছেন।

জেলা প্রশাসক আনজুমান আরা জানান, হঠাৎ করে নড়াইলে করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ায় মঙ্গলবার বিকেল ৩টা থেকে এ লকডাউন কার্যকর হবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এটা আদেশ বহাল থাকবে।

তিনি জানান, লকডাউন চলাকালে অন্য জেলার সাথে এ জেলায় এবং এক উপজেলার সাথে অন্য উপজেলায় আসা-যাওয়া বন্ধ থাকবে।

এছাড়া যেকোনো গণপরিবহন ও জনসমাগম নিষিদ্ধ থাকবে। তবে জরুরি পরিসেবা এর আওতার বাইরে থাকবে।

নড়াইলে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা হটাৎ করে বাড়তে থাকায় জেলা প্রশাসক আনজুমান আরা সোমবার বিকালে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ লকডাউন ঘোষণা করেছেন। 

নড়াইলের সিভিল সার্জন ডা. আব্দুল মোমেন জানান, জেলায় মোট সাত জন চিকিৎসকসহ ১৩ জন আক্রান্ত হয়েছ্নে। আক্রান্তরা সবাই নিজের বাসায় আইসোলেশনে রয়েছেন।

সোমবার পর্যন্ত সরকারি হিসেবে দেশে প্রায় ছয় হাজার কোভিড-১৯ আক্রান্ত শনাক্ত হয়েছে; যার মধ্যে মারা গেছে দেড়শর বেশি মানুষ।