পটুয়াখালীতে জ্বর, কাশি নিয়ে ইউপি সদস্যের মৃত্যু

পটুয়াখালীর গলাচিপায় জ্বর, সর্দি, কাশি নিয়ে এক ইউপি সদস্য মারা গেছেন।

পটুয়াখালী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 April 2020, 12:04 PM
Updated : 27 April 2020, 12:04 PM

সোমবার ভোররাতে উপজেলার চরবিশ্বাস ইউনিয়নের ৮নং ওয়ার্ডের চর আগস্তী গ্রামের তার বাড়িতে তিনি মারা যান।

মৃত মো. মোসলেম গাজী (৬৫) নামের ওই ইউপি সদস্য কয়েকদিন ধরে অসুস্থ ছিলেন।

সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গির আলম জানান, মৃতের পরিবার ও তার সংস্পর্শে আসা আশপাশের সবার নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হবে।

গলাচিপা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মনিরুল ইসলাম সাংবাদিকদের জানান, জ্বর, সর্দি ও কাশি নিয়ে ভোররাতে তিনি তার বাড়িতে মারা যান।

“দুপুরে তার মরদেহ কোভিট-১৯ প্রটোকল মেনে দাফন করা হয়েছে।”

তিনি জানান, তাকে চিকিৎসা দিতে সংস্পর্শে আসা ইউনিয়ন স্বাস্থ্য উপ-সহকারী মো. শাহিন মিয়াসহ মৃতের পরিবারের সবাইকে কোয়ারেইন্টিনে রাখা হয়েছে।

 মৃতের বড় ছেলের জ্বর, সর্দি কাশি রয়েছে বলেও জানান তিনি।