রাজবাড়ীতে বিআইডব্লিটিসির ২ কর্মী আক্রান্ত

রাজবাড়ীতে কর্মরত বাংলাদেশ আভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি) দুই কর্মী করোনাভাইরাস আক্রান্ত হয়েছেন।

রাজবাড়ী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 April 2020, 06:01 PM
Updated : 26 April 2020, 06:01 PM

রোববার সন্ধ্যায় রাজবাড়ীর সিভিল সার্জন ডা. নুরুল ইসলাম এ তথ্য জানান, গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাটে কর্মরত এ দুজনের মধ্যে একজনের বাড়ি টাঙ্গাইলে এবং অপরজনের বাড়ি চট্টগ্রামে।

গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আসিফ মাহমুদ জানান, ঠান্ডা-জ্বরে আক্রান্ত হওয়ায় গত ২৩ এপ্রিল বিআইডব্লিউটিসির দুই কর্মচারীর করোনাভাইরাস পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়। রোববার প্রাপ্ত পরীক্ষার ফলাফলে তাদের পজেটিভ আসে।

গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার রুবায়েত হায়াত শিপলু জানান, করোনাভাইরাস আক্রান্ত হওয়া বিআইডব্লিউটিসির দুই কর্মী আগেই তাদের এলাকায় চলে গেছেন। তাদের বিষয়ে সিদ্ধান্ত নিতে ওই এলাকার প্রশাসনকে চিঠি দেওয়া হয়েছে।

তারা দৌলতদিয়ায় যেখানে থাকতেন, সেখানে অবস্থানরত অন্যান্যদের হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে।

এছাড়া বিআইডব্লিউটিসির সব কর্মকর্তা ও কর্মচারীর করোনাভাইরাস পরীক্ষার জন্য নমুনা সংগ্রহের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে জানান তিনি।