মসজিদে নামাজ পড়ায় ১০৮ জনকে জরিমানা গুণতে হল

নোয়াখালীতে সরকারি নির্দেশনা অমান্য করায় ১০৮ মুসল্লিকে অর্থদণ্ড দিতে হয়েছে।

নোয়াখালী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 April 2020, 05:46 PM
Updated : 26 April 2020, 05:46 PM

রোববার সেনবাগ উপজেলার ছাতারপাইয়া ইউনিয়নে এ ঘটনা ঘটে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম মজুমদার ও সহকারী কমিশনার (ভূমি) ক্ষেমালিকা চাকমা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ অর্থদণ্ডের আদেশ দেন।

ইউএনও সাইফুল ইসলাম মজুমদার জানান, করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সরকারের দেওয়া নির্দেশনা অমান্য ছাতারপাইয়া বাজার কেন্দ্রীয় জামে মসজিদে জহুরের নামাজের সময় প্রায় দুইশ মুসল্লি একত্রিত হন।

“এ সময় সামাজিক দূরত্ব মেনে না চলার অপরাধে ১০৮ জন মুসল্লিকে ১০০ টাকা করে জরিমানা করা হয়।”

তবে শিশু-কিশোর ও যাদের সাথে টাকা ছিল না এমন মুসল্লিদেরকে সরকারি নির্দেশনা মেনে চলার বিষয়ে সতর্ক করে দেওয়া হয় এবং বাড়িতে নামাজ পড়তে অনুরোধ জানানো হয় বলে জানিয়েছেন তিনি।