কুড়িগ্রামে এক পরিবারের তিনজনের করোনাভাইরাস শনাক্ত

কুড়িগ্রামে একই পরিবারের ৩জনের করোনা শনাক্ত হয়েছে।

কুড়িগ্রাম প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 April 2020, 03:24 PM
Updated : 26 April 2020, 03:24 PM

রোববার শনাক্ত হওয়া এদের মধ্যে ঢাকাফেরত যুবক, তার ১৬ বছর বয়সী ভাগিনা  ও তার পাঁচ বছর বয়সী মেয়ে রয়েছে বলে স্বাস্থ্য কর্মকর্তা জানিয়েছেন।

এরা কুড়িগ্রাম সদর উপজেলার কাঁঠালবাড়ী ইউনিয়নের পাঠানপাড়া গ্রামের বাসিন্দা বলে স্বাস্থ্য বিভাগ জানিয়েছে।

এনিয়ে জেলায় সরকারি হিসাবে নয় জনের কোভিড-১৯ এর অস্তিত্ব পাওয়া গেল বলে কুড়িগ্রাম সদর উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নজরুল ইসলাম জানান।

রাজারহাট সদর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ইউপি মেম্বার বিপ্লব আলী জানান, আক্রান্ত যুবকটির বাড়ি কুড়িগ্রাম সদর উপজেলার নতুন রেলওয়ে স্টেশন সংলগ্ন দক্ষিণে। তার শ্বশুরবাড়ি রাজারহাট উপজেলার মাধাই মৌজার পাঠানপাড়ায়।

“ঢাকার কেরানীগঞ্জ থেকে শ্বশুরবাড়ি আসার পরপরই সেখান থেকেই তার নমুনা সংগ্রহ করা হয়। বর্তমানে সেখানেই অবস্থান পরিবারটি।”

কুড়িগ্রামের সিভিল সার্জন ডা. হাবিবুর রহমান জানান, এ পর্যন্ত পাওয়া তথ্যে জেলা থেকে ৩৭৮ জনের নমুনা সংগ্রহ করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এরমধ্যে ২৫৭ জনের ফলাফল পাওয়া গেছে।

“যাদের মধ্যে নয় জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্ত নয় জনের মধ্যে কুড়িগ্রাম সদরে চার জন, রৌমারীতে তিন জন এবং একজন করে ফুলবাড়ি ও চিলমারীর বাসিন্দা।