তিন সপ্তাহ পর কাঁঠালবাড়ি-শিমুলিয়ায় ফেরি চালু

তিন সপ্তাহ বন্ধ থাকার পর পদ্মার কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌপথে আবার ফেরি চলাচল শুরু হয়েছে।

মাদারীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 April 2020, 10:19 AM
Updated : 26 April 2020, 10:19 AM

বিআইডব্লিউটিসির কাঁঠালবাড়ি ঘাটের ব্যবস্থাপক আবদুল আলীম জানান, পাঁচটি ফেরি দিয়ে রোববার সকাল থেকে সীমিত পরিসরে ফেরি চলাচল শুরু করা হয়েছে। দুপুরের দিরে কিছু যাত্রী দেখা গেছে। এত দিন ঘাট ফাঁকা ছিল।

মহামারী আকারে ছড়িয়ে পড়া কোভিড-১৯ ঠেকাতে এখন পর্যন্ত পরস্পর থেকে দূরত্ব বজায় রাখাই সেরা উপায় বলে বিশেষজ্ঞরা জানাচ্ছেন। এ কারণে সরকার গত ২৫ মার্চ প্রায় সবকিছু বন্ধ করে সবাইকে ঘরে থাকতে বলে।

তবে সে সময় ফেরি চালু ছিল। সমালোচনার মুখে ‌৫ এপ্রিল জরুরি সেবার গাড়ি পারাপার করার জন্য একটি ফেরি রেখে আর সব বন্ধ করে দেওয়া হয়। রোববার সরকারি-বেসরকারি কিছু কারখানা চালুর সঙ্গে পাঁচটি ফেরিও চালু করা হল।