ঢাকা-নারায়ণগঞ্জ ফেরত আরও ৭ জন আক্রান্ত শরীয়তপুরে

ঢাকা ও নারায়ণগঞ্জ থেকে শরীয়তপুরে আসা আরও সাতজনের কোভিট-১৯ শনাক্ত হয়েছে; যাদের সবার উপসর্গ দেখা যায়নি।

শরীয়তপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 April 2020, 07:14 AM
Updated : 26 April 2020, 07:26 AM

জেলা স্বাস্থ্য বিভাগের করোনাভাইরাস ফোকাল পার্সন মো. আবদুর রশিদ জানান, শনিবার রাতে তারা এই সাতজনের কোভিড-১৯ শনাক্ত হওয়ার প্রতিবেদন পান। তাদের মধ্যে দুইজন এক পরিবারের সদস্য।

রশিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সাতজনের মধ্যে চারজন নারী আর তিনজন পুরুষ। তাদের বয়স ১৭ থেকে ৪৫ বছর। তারা সবাই সম্প্রতি ঢাকা ও নারায়ণগঞ্জ থেকে এসেছেন।

জেলার সিভিল সার্জন এস এম আবদুল্লাহ মুরাদ বলেন, এই সাতজনের সবার উপসর্গ নেই। বিভিন্ন জেলা থেকে বাড়ি আসার কারণে তাদের পরীক্ষা করা হয়। তাদের পর্যবেক্ষণে রাখা হয়েছে। অবস্থা বুঝে ব্যবস্থা নেওয়া হবে।

তাদের বাড়ি ও আশপাশের বাড়িগুলো অবরুদ্ধ করে রাখা হয়েছে বলে তিনি জানান। শরীয়তপুরে এ পর্যন্ত ২০ জনের কোভিট-১৯ শনাক্ত হয়েছে বলেও তিনি জানান।