জয়পুরহাটে আরো ২ জনের করোনাভাইরাস শনাক্ত

জয়পুরহাটে আরো দুই জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত করেছে স্বাস্থ্য বিভাগ।

জয়পুরহাট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 April 2020, 05:17 PM
Updated : 25 April 2020, 05:17 PM

শনিবার সিভিল সার্জন ডা. সেলিম মিঞা বলেন, বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের ল্যাবরেটরিতে গাজীপুর থেকে আসা ওই তরুণী এবং রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের ল্যাবরেটরিতে যুবকের নমুনা পরীক্ষা করা হয়।

এদের মধ্যে গাজীপুরের গার্মেন্টস কর্মী ২৩ বছর বয়সী তরুণীর বাড়ি কালাই উপজেলার দক্ষিণ পাঁচগ্রামে ও অপরজন নারায়ণগঞ্জের গার্মেন্টস কর্মী ২৪ বছর বয়সী যুবকের বাড়ি আক্কেলপুর উপজেলার তিলকপুর-বিষ্ণুপুর গ্রামে।

সদ্য শনাক্ত ওই দুজনকে জেলার আক্কেলপুর উপজেলার গোপীনাথপুর ইনস্টিটিউট হেলথ টেকনোলজির আইসোলেশনে পাঠানো হচ্ছে।

এর আগে কালাই উপজেলার জিন্দারপুর গ্রামে দুইজন, পাঁচবিবি উপজেলার ছোট মানিক গ্রামে এবং পূর্ব কড়িয়ায় একজন করে কোভিড-১৯ রোগী শনাক্ত হয়।

জেলায় সরকারিভাবে শনাক্ত ছয়জন করোনাভাইরাস আক্রান্ত রোগীর শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলেও জানান সিভিল সার্জন।