জয়পুরহাটে স্ত্রীকে ‘পিটিয়ে হত্যা’, স্বামী আটক

জয়পুরহাটে গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগে তার স্বামীকে আটক করেছে পুলিশ।

জয়পুরহাট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 April 2020, 12:56 PM
Updated : 25 April 2020, 12:56 PM

শনিবার সকালে পাচঁবিবি উপজেলার বাকিলা গ্রামে স্ত্রীকে হত্যা করা হয়েছে, এমন খবর পেয়ে পুলিশ দুপুরে মরদেহ উদ্ধার ও অভিযুক্ত স্বামীকে আটক করেছে।

নিহত বিথী আক্তার বাকিলা গ্রামের মোস্তাফিজুর রহমানের স্ত্রী।

শনিবার সকালে পাচঁবিবি উপজেলার বাকিলা গ্রামে স্ত্রীকে হত্যা করা হয়েছে,এমন খবর পেয়ে পুলিশ দুপুরে মরদেহ উদ্ধার ও অভিযুক্ত স্বামীকে আটক করেছে।

পাঁচবিবি থানার ওসি মনসুর রহমান জানান, প্রায় আড়াই বছর আগে বাকিলা গ্রামের মোস্তাফিজুর রহমানের সঙ্গে বিথী আক্তারের বিয়ে হয়।

“বিয়ের পর থেকেই প্রায় যৌতুকের জন্য বিথীকে শারীরিক ও মানসিক নির্যাতন করতেন মোস্তাফিজুর। শনিবার সকালে মোস্তাফিজুর স্ত্রীকে লাঠি দিয়ে পেটাতে থাকেন। একপর্যায়ে গুরুতর অসুস্থ হয়ে ঘটনটাস্থলেই মারা যান বিথী আক্তার।”

খবর পেয়ে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বিকালে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালের মর্গে পাঠায়।

এ ঘটনায় অভিযুক্ত মোস্তাফিজুর রহমান আটক করা হয়েছে।

নিহতের শরীরে আঘাতের চিহ্ন দেখে নির্যাতনে তার মৃতু হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।