গোপালগঞ্জের সেই সিঙ্গারা বিক্রেতা পেলেন সহায়তা

করোনাভাইরাসের সংক্রমণ ঝুঁকির কারণে অবরুদ্ধের মধ্যে ত্রাণ না পাওয়ায় আক্ষেপ প্রকাশ করার পর গোপালগঞ্জের এক সিঙ্গারা বিক্রেতাকে সহায়তা পৌঁছে দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।

গোপালগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 April 2020, 10:23 AM
Updated : 25 April 2020, 10:23 AM

কাশিয়ানী উপজেলার রামদিয়া বাজারের সিঙ্গারা বিক্রেতা নশু শেখের হাতে শুক্রবার ত্রাণ তুলে দেন ইউএনও সাব্বির আহমেদ।

এর আগে একইদিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমে ‘এহ্যানের ভোটার না, তাই কেউ সাহায্য দ্যায় না’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়।

ইউএনও সাব্বির আহমেদ বলেন, “গণমাধ্যমে জানতে পারি করোনা পরিস্থিতিতে একজন সিঙ্গারা বিক্রেতা কর্মহীন হয়ে পরিবার-পরিজন নিয়ে কষ্টে আছেন। এলাকার চেয়ারম্যান, মেম্বার ও বিত্তশালীদের কাছে গিয়েও কোনো সাহায্য-সহযোগিতা পাননি।

“পরে তার সাথে যোগাযোগ করে রামদিয়া সরকারি এস কে কলেজে অস্থায়ী ত্রাণ ভান্ডার থেকে খাদ্য সহায়তা দিয়েছি।”

ইউএনও আরও বলেন, “সাহায্য পাননি এমন মানুষ আমাকে ফোন দিলে আমি সাহায্য পৌঁছে দেব। এ পর্যন্ত ত্রাণ বঞ্চিত, কর্মহীন, অসহায়, দরিদ্র ও লজ্জায় ত্রাণ চাইতে পারে না এমন ৫শ পরিবারকে আমি সরকারি ত্রাণ পৌছে দিয়েছি।”

তিনি এভাবে সহায়তা অব্যাহত রাখবেন বলে সাংবাদিকদের জানান।

সরকারি খাদ্য সহায়তা পেয়ে নশু শেখ বলেন, “আমি এহন তেরান পাইছি। এজন্য আপনাগে ধন্যবাদ দ্যেই। এহন তেরান দিয়ে দশ দিন পনর দিন চলতি পারবানি।”