গাজীপুরে বাল্যবিয়ে বন্ধ করে বর ও ইমামকে দণ্ড

গাজীপুরের কাপাসিয়া উপজেলায় বাল্যবিয়ে বন্ধ করে বরকে সাত দিনের কারাদণ্ড আর মসজিদের এক ইমামকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 April 2020, 08:44 AM
Updated : 25 April 2020, 08:44 AM

শুক্রবার রাতে উপজেলার চেওরাইদ এলাকায় অভিযান চালিয়ে তাদের এই দণ্ড দেওয়া হয় বলে কাপাসিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোসাম্মৎ ইসমত আরা জানিয়েছেন।

ইউএনও বলেন, উপজেলার সিংহশ্রী এলাকার নূরুল ইসলামের বেকার ছেলে ফাহিম কাইয়্যা (২১) ওই এলাকায় বিয়ে করতে গিয়েছিলেন। কনের বয়স ১৫ বছর। খবর পেয়ে সেখানে গিয়ে তারা ঘটনার সত্যতা পান। তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ফাহিমকে সাত দিনের কারাদণ্ড এবং বাল্যবিয়ে দেওয়ার চেষ্টা করায় স্থানীয় এক ইমামকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া ছেলে ও মেয়ের অভিভাবককে সতর্ক করা হয়েছে বলে তিনি জানান।