কোভিড-১৯: সাতক্ষীরা হাসপাতালে উপসর্গ নিয়ে একজনের মৃত্যু

সাতক্ষীরা সদর হাসপাতা‌লে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে, যিনি ঢাকা থেকে এসেছিলেন।

সাতক্ষীরা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 April 2020, 08:01 AM
Updated : 25 April 2020, 08:10 AM

শ‌নিবার ভো‌রে মারা যাওয়া ওই (৪০) ব্যক্তির বাড়ি কা‌লিগঞ্জ উপ‌জেলার ধলবাড়িয়ায়। 

ধলবাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান গাজী শওকত হোসেন বলেন, “পাঁচদিন আগে ঢাকা থেকে অসুস্থ অবস্থায় বাড়ি ফেরেন ওই ব্যক্তি। পরে প্রশাসনের নির্দেশে তাকে স্থানীয় ‘ছোট মিয়ার মাজার শরীফের’ একটি কক্ষে কোয়ারেন্টিনে রাখা করা হয়। সেখানে তার জ্বর, কাশি ও শ্বাসকষ্ট শুরু হলে স্থানীয় এক গ্রাম্য চি‌কিৎস‌কের পরাম‌র্শে তাকে  শ্যামনগর উপ‌জেলা স্বাস্থ্য কম‌প্লে‌ক্সে ভ‌র্তি করা হয়। কিন্তু তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয় সাতক্ষীরা সদর হাসপাতালে।

সেখা‌নে চি‌কিৎসাধীন অবস্থায় শনিবার সকাল ৬টা ১০ মিনিটে তার মৃত্যু হয় বলে জানান ইউপি চেয়ারম্যান।

সাতক্ষীরার সি‌ভিল সার্জন ডা. হুসাইন শাফা‌য়েত বলেন, “ওই ব্যক্তি জেলার বাইরে থেকে এসেছেন কি না বার বার জানার চেষ্টা কর‌লেও তিনি ও তার আত্মীয়-স্বজনেরা ‘মিথ্যা’ বলে‌। ওই ব্যক্তি মারা যাওয়ার পর তার আত্মীয় স্বজনরা জানায় যে, তিনি সম্প্র‌তি ঢাকা থে‌কে অসুস্থ অবস্থায় বা‌ড়ি ফিরেছিলেন।”

ওই ব্যক্তির সংস্পর্শে আসা স্বজনদের নমুনা সংগ্রহ ক‌রে ল্যা‌বে পাঠা‌নোর প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।

এদিকে মৃত ব্যক্তির বাড়িসহ ছয় বাড়িতে ও ছোট মিয়ার মাজার শরীফে লাল পতাকা টানিয়ে অবরুদ্ধ ঘোষণা করা হয়েছে বলে কালিগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোজাম্মেল হক রাসেল জানান।