শরীয়তপুরে ঢাকাফেরত তিনজনের কোভিড-১৯

শরীয়তপুরের নড়িয়া উপজেলায় আরও তিনজনের কোভিড-১৯ শনাক্ত হয়েছে; যারা ঢাকা থেকে ফিরেছেন। তাদের কারও উপসর্গ দেখা যায়নি।

শরীয়তপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 April 2020, 07:53 AM
Updated : 25 April 2020, 08:42 AM

নড়িয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. শফিকুল ইসলাম রাজিব জানান, শুত্রবার রাতে তারা এই তিনজনের কোভিড-১৯ শনাক্ত হওয়ার প্রতিবেদন পেয়েছেন।

৩৮ থেকে ৫৬ বছর বয়সী এই তিন ব্যক্তির বাড়ি উপজেলার ভুমখাড়া এলাকায়।

স্বাস্থ্য কর্মকর্তা শফিকুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এই তিন ব্যক্তি সপ্তাহ খানেক আগে ঢাকা থেকে এসেছেন। তারা ঢাকার বাবুবাজার ও মৌলভীবাজারে চালের আড়তে কাজ করতেন।

খবর পেয়ে নড়িয়া উপজেলা স্বাস্থ্য বিভাগ ২১ এপ্রিল তাদের বাড়ি গিয়ে হোম কোয়ারেন্টিনে থাকতে বলে। একই সঙ্গে তারা তাদের সঙ্গে নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠায়।

স্বাস্থ্য কর্মকর্তা বলেন, তাদের এখনও কোনো উপসর্গ দেখা দেয়নি। ঢাকা থেকে আসায় তাদের কোভিড-১৯ পরীক্ষা করা হয়। পজিটিভ আসায় তদের বাড়িতেই আইসোলেশনে রাখা হয়েছে। এ নিয়ে নড়িয়া উপজেলায় মোট পাঁচজনের কোভিড-১৯ শনাক্ত হল।

আক্রান্তদের বাড়ি ও তাদের আশপাশের বাড়িগুলো অবরুদ্ধ করা হয়েছে বলে জানিয়েছেন নড়িয়া থানার ওসি মো. হাফিজুর রহমান।