শনাক্তের পর ঢাকা থেকে পলাতক দম্পতি এখন কুষ্টিয়ায়

কোভিড-১৯ আক্রান্ত হয়ে ঢাকা থেকে পালিয়ে আসা দম্পতিকে কুষ্টিয়ায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কুষ্টিয়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 April 2020, 06:00 PM
Updated : 24 April 2020, 06:00 PM

শুক্রবার রাত ৯টার দিকে ঢাকা ফেরত ঐ দম্পতিকে কুষ্টিয়া সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন জেলার সিভিল সার্জন।

কুষ্টিয়া সিভিল সার্জন ডা. এইচ এম আনোয়ারুল ইসলাম জানান, রাতে রাজবাড়ী জেলা স্বাস্থ্য বিভাগের তত্ত্বাবধায়নে ঢাকা ফেরত ভাইরাস আক্রান্ত ঐ দম্পতিকে কুষ্টিয়া সদর হাসপাতালে নিয়ে আসলে হাসপাতালের নির্ধারিত আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

৩১ ও ২৪ রোগীদ্বয়কে কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের আসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে বলেন আবাসিক মেডিকেল অফিসার ডা. তাপস কুমার সরকার।

বৃহস্পতিবার ভাইরাস শনাক্তের সংবাদ জানার পর সেখান থেকে পালিয়ে বাড়ি আসার পথে ওই দুই রোগীকে শুক্রবার সন্ধায় রাজবাড়ী থেকে উদ্ধার করে স্বাস্থ্য বিভাগ ও সদর থানা পুলিশ কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।