নরসিংদীতে করোনাভাইরাসে আরও একজনের মৃত্যু

নরসিংদীতে করোনাভাইরাসে আক্রান্ত আরও একজনের মৃত্যু হয়েছে।

নরসিংদী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 April 2020, 02:10 PM
Updated : 24 April 2020, 02:10 PM

বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় ঢাকার কুয়েত মৈত্রী হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে।

নরসিংদীর জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইব্রাহিম টিটন এই তথ্য বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে নিশ্চিত করেছেন।

এ নিয়ে জেলায় কোভিড-১৯ রোগে মোট দুজনের মৃত্যু হল।

সদ্য মৃত ব্যক্তি নরসিংদী সদরের ভাগদী মহল্লার বাসিন্দা ছিলেন। প্রথমে তাকে নরসিংদীর ১০০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে আইসোলেশনে রাখা হয়েছিল। পরে তার শ্বাসকষ্ট বাড়লে গত তাকে ১৫ এপ্রিল কুয়েত মৈত্রী হাসপাতালে পাঠানো হয়।

তবে জেলা স্বাস্থ্য বিভাগের হিসাবে, নরসিংদীতে মোট শনাক্ত কোভিড-১৯ রোগীর সংখ্যা ১৬৬ জন।

এর মধ্যে নরসিংদী সদরে ৮০ জন, রায়পুরায় ৩৩ জন, বেলাবতে ২৩ জন, শিবপুরে ১৭ জন, পলাশে আট জন ও মনোহরদীতে পাঁচ জন।

এ পর্যন্ত ২২ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন বলে জানিয়েছেন সিভিল সার্জন ডা. ইব্রাহীম।