ঝড়ে বিদ্যুতের লাইন ছিঁড়ে অন্ধকারে কালিহাতী

ঝড়ে বিদ্যুতের লাইন ছিঁড়ে টাঙ্গাইলের কালিহাতী উপজেলা বিদ্যুৎহীন হয়ে পড়েছে।

টাঙ্গাইল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 April 2020, 01:17 PM
Updated : 24 April 2020, 02:31 PM

গত বুধবার বিকালে উপজেলার ইছাপুর গ্রামে এ ঝড়ে শতাধিক বাড়িঘর বিধ্বস্ত হয়; ভেঙে পড়ে গাছপালা।

এ সময় বিদ্যুতের লাইনের ওপর গাছের ডাল পড়ে বিচ্ছিন্ন হয়ে যায় বিদ্যুৎ সংযোগ। ফলে তিনদিন ধরে অন্ধকারে রয়েছে পুরো গ্রামের অন্তত আড়াই হাজার পরিবার।

এ বিষয়ে কালিহাতী উপজেলা বিদ্যৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী সাহাবুদ্দিন আহমেদ বলেন, “লাইনের কাজ চলছে। শুক্রবার রাতের দিকে ওই গ্রামবাসী বিদ্যৎ পাবে।”

ঝড়ে ইছাপুর গ্রামের দুইটি রাইসমিল ও তুলার গোডাউনসহ শতাধিক বাড়িঘর বিধ্বস্ত হয়েছে। মাত্র ১ মিনিটের মধ্যে গাছপালাসহ বাড়িঘর ভেঙ্গে যায়। শিলাবৃষ্টির আঘাতে ও গাছ চাপা পড়ে কমপক্ষে ৫০ জন আহত হয় বলে খবর পাওয়া যায়।

ইছাপুর গ্রামের আসাদুজ্জামান সিন্টু বলেন, “কয়েক সেকেন্ডের ঝড়ে দোকানপাটসহ ঘর-বাড়ি বিধ্বস্ত হয়। এতে আজত অন্তত ৫০ জনকে প্রাথিমিক চিকিৎসা দেওয়া হয়। এ সময় টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের শতাধিক গাছ ও বিদ্যুতের খঁটি ভেঙ্গে পড়ে বিদুৎসংযোগ ও সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।”

কালিহাতী থানার ওসি হাসান-আল-মামুন বলেন, “কালবৈশাখী ঝড়ে একই দিন একই  উপজেলার নারান্দিয়া ইউনিয়নের ঘরিয়ায় পাঁচ একর ফসল নষ্ট হয়েছে। এতে দিশেহারা হয়ে পড়েছে এই এলাকার কৃষক। খড় ছাড়া কৃষকরা কিছুই ঘরে তুলতে পারবে না।”