ভোলায় শিশুসহ দুজন আক্রান্ত, ১৬ বাড়ি অবরুদ্ধ

ভোলার মনপুরা ও বোরহানউদ্দিন উপজেলায় এক শিশুসহ দুইজন করোনাভাইরাসের রোগী শনাক্ত হয়েছে।

ভোলা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 April 2020, 11:29 AM
Updated : 24 April 2020, 11:29 AM

বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে ভোলার সিভিল সার্জন রতন কুমার ঢালী এ তথ্য নিশ্চিত করেন।

আক্রান্তদের বাড়ি মনপুরার উত্তর সাকুচিয়া ও বোরহানউদ্দিনের কাচিয়া ইউনিয়নে।

সিভিল সার্জন বলেন, আক্রান্তরা ঢাকা ও সিলেট থেকে আসায় তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়। ফলাফলে তাদের করোনাভাইরাস পজেটিভ আসে। তাদের পর্যবেক্ষণে রাখা হয়েছে। 

বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বশির গাজী বলেন, “কাচিয়া ইউনিয়নে ৮ বছরের এক মেয়ের করোনাভাইরাস পজিটিভ এসেছে। আমরা তার খোঁজখবর নিয়েছি। শিশুটি বর্তমানে সুস্থ রয়েছে।”

ওই শিশুর পুরো পরিবার ও ওই বাড়ির সকলের নমুনা পরীক্ষার প্রস্তুতি চলছে এবং ওই এলাকার সাতটি বাড়ি অবরুদ্ধ করা হয়েছে বলে জানান তিনি।

মনপুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল চন্দ্র দাস  বলেন, তার উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নের ২২ বছর বয়সী এক যুবকের করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়েছে। ওই যুবক গত ৫/৬ দিন আগে ঢাকার মিরপুর থেকে মনপুরা আসেন। বুধবার তার নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়। সংক্রমণ ধরা পড়ার পর সেখানকার নয়টি বাড়ি অবরুদ্ধ করা হয়েছে।

সিভিল সার্জন বলেন, “এ পর্যন্ত ভোলা জেলায় করোনাভাইরাস সন্দেহে ২৫৮ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ল্যাবে পাঠান হয়েছিল। এর মধ্যে ২২১ জনের ফলাফলে নেগেটিভ ও দুটি পজেটিভ এসেছে।”

জেলায় এখন ১০৮ জন হোম কোয়ারেন্টিনে রয়েছে। ছাড়পত্র দেওয়া হয়েছে ৬৮৯ জনকে। আর দুইজন আইসোলেশনে রয়েছেন বলে জানান তিনি।