বরগুনায় আরও তিনজনের কোভিড-১৯

বরগুনায় আরও তিনজনের কোভিড-১৯ শনাক্ত হয়েছে; যারা ‘অতিসম্প্রতি জেলার বাইরে যাননি’।

বরগুনা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 April 2020, 05:44 AM
Updated : 23 April 2020, 05:44 AM

জেলার সিভিল সার্জন হুমায়ূন শাহিন খান জানান, সদর উপজেলা, আমতলী উপজেলা ও বামনা উপজেলায় এই তিনজনের কোভিড-১৯ শনাক্ত হওয়ার প্রতিবেদন বুধবার রাতে পেয়েছেন তারা।

তাদের মধ্যে একজন সাংবাদিক, একজন সরকারি চাকরিজীবী আর অপরজন একটি ওষুধ কোম্পানির আঞ্চলিক ব্যবস্থাপক। এ নিয়ে এ জেলায় মোট ২০ জনের কোভিড-১৯ শনাক্ত হল বলে জানান সিভিল সার্জন।

সিভিল সার্জন বলেন, “সর্বশেষ আক্রান্ত তিনজনই স্থানীয় অধিবাসী। অতিসম্প্রতি তারা বরগুনার বাইরে যাননি।”

তাদের বাড়িসহ আশপাশের কিছু বাড়ি অবরুদ্ধ করা হয়েছে; আর তাদের সংস্পর্শে আসা সবাইকে খুঁজে বের করার কাজও শুরু হয়েছে বলে জানিয়েছেন বরগুনার জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ।