সিরাজগঞ্জে ১৮০ লিটার তেলসহ তিনজন আটক

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় টিসিবির সিল দেওয়া ১৮০ লিটার তেলসহ তিনজনকে আটক করেছে পুলিশ।

সিরাজগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 April 2020, 03:51 AM
Updated : 23 April 2020, 03:51 AM

তারা হলেন উপজেলার নাটুয়ারপাড়া বাজারের মুদি দোকানি সুজারত আলীর ছেলে নূরুল ইসলাম, একই এলাকার আজাহার আলীর ছেলে আবু হানিফ ও আবুল মণ্ডলের ছেলে নূর ইসলাম শেখ।

বুধবার বিকেলে নাটুয়ারপাড়া বাজার এলাকার দুটি দোকান থেকে তাদের আটক করা হয় বলে পুলিশ জানিয়েছে।

নাটুয়ারপাড়া পুলিশ ফাঁড়ির পরিদর্শক গৌতম চন্দ্র মালিক বলেন, নাটুয়াপাড়ার কয়েকটি মুদি দোকানে টিসিবির সয়াবিন তেল বিক্রি হচ্ছে এমন খবর পেয়ে অভিযান চালায় পুলিশ।

“দুটি দোকান থেকে পাঁচ লিটারের ২৬টি ও দুই লিটারের ২৫টি বোতলসহ মোট ১৮০ লিটার সয়াবিন তেল উদ্ধার করা হয়েছে। টিসিবির সিল দেওয়া এসব তেল নিম্ন আয়ের মানুষদের মধ্যে বিক্রির জন্য নির্ধারিত।”

পরিদর্শক গৌতম বলেন, আটক দোকানিরা দাবি করেছেন এই তেল তারা জামালপুরের সরিষাবাড়ি বাজার থেকে কিনেছেন। তবে তারা তেলের ডিলারের নাম বলতে পারেননি। এ ঘটনায় মামলা হয়েছে।

মহামারী আকারে ছড়িয়ে পড়া করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সরকার প্রায় সবকিছু বন্ধ করে সবাইকে ঘরে থাকতে বলেছে। এতে বেকার হয়ে পড়েছে নিম্ন আয়ের মানুষ। তাদের সহযোগিতার জন্য টিসিবির মাধ্যমে কম দামে খাদ্যপণ্য বিক্রি ও ত্রাণ দেওয়া হচ্ছে দেশজুড়ে। কিন্তু এসব খাদ্যপণ্য প্রায়ই কালোবাজারে চলে যাওয়ার অভিযোগ আসছে।