‘ত্রাণ চেয়ে বিক্ষোভ’, ব্রাহ্মণবাড়িয়ায় শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার

‘ত্রাণের দাবিতে এলাকাবাসীকে নিয়ে বিক্ষোভ’ করার জেরে ব্রাহ্মণবাড়িয়ায় শ্রমিক লীগের নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 April 2020, 06:48 PM
Updated : 22 April 2020, 06:48 PM
বুধবার বিকালে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার সৈয়দটুলা গ্রামের তার বাড়ি থেকে এ নেতাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মো. ইউনূছ মিয়া ওরফে ইনু সরাইল উপজেলা শ্রমিক লীগের সভাপতি।

সরাইল থানার ওসি নাজমুল আহমেদ জানান, ইউপি সদস্য ওমর আলীর করা মামলায় ইউনুছ মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে।

সরাইল সদর ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ডের সদস্য ওমর আলী বাদি হয়ে ইউনূছ মিয়ার বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন। ইউনূছ মিয়া ছাড়াও অজ্ঞাত আরও ৫/৬ জনকে আসামি করা হয়েছে এ মামলায়।

গত মঙ্গলবার দুপুর সৈয়দটুল গ্রামের শতাধিক বাসিন্দা ত্রাণের দাবিতে সরাইল উপজেলা পরিষদর সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করে ।

সে সময় ইউনূছ মিয়ার দাবী করেন-তার গ্রামের কেউই ‘সরকারের ত্রাণ সহায়তা পাননি।’ করোনাভাইরাসের প্রভাবে তার গ্রামের কর্মহীন ও হতদরিদ্ররা অনাহারে রয়েছেন।

তবে সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সালেহ মো. মুসা জানান, ‘ত্রাণের জন্য বিক্ষোভ হয়নি।’

“তাদেরকে বলা হয়েছে সরকার মাথাপিছু তিন হাজার করে টাকা এবং এক বস্তা চাল বরাদ্দ দিয়েছে, এগুলো তারা পাচ্ছে না। ইনু এ গুজব ছড়িয়েছে।”