আইনমন্ত্রীর মায়ের জানাজার সমাগম নিয়ে অপপ্রচারের অভিযোগে মামলা

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হকের মায়ের জানাজায় লোক সমাগম নিয়ে ফেইসবুকে অপপ্রচার চালানোর অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 April 2020, 05:24 PM
Updated : 22 April 2020, 06:15 PM

বুধবার রাতে কসবা উপজেলা পরিষদের চেয়ারম্যান রাশেদুল কাউসার ভূইয়া বাদী হয়ে মামলাটি করেন।

এ মামলার কথা জানিয়ে কসবা থানার ওসি লোকমান হোসেন বলেন, “রাত ৯টার দিকে মামলাটি নথিভুক্ত করা হয়েছে।

“এজহারে ১৩টি ফেইসবুক আইডি থেকে অপপ্রচার চালানোর কথা উল্লেখ করা হয়েছে।”

মামলাটি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

আইনমন্ত্রীর মায়ের মৃত্যুর দিনেই করোনাভাইরাসের জন্য জনসমাগমের নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রাহ্মণবাড়িয়ায় হাজার হাজার মানুষ খেলাফত মজলিশ নেতা মাওলানা জুবায়ের আহমদ আনসারীর জানাজায় অংশ নেন। এ নিয়ে ব্যাপক সমালোচনা হয়।

ব্রাহ্মণবাড়িয়ার সংসদ সদস্য আইনমন্ত্রীর মায়ের জানাজায়ও ব্যাপক লোকসমাগম হয় বলে সেদিন ফেইসবুকে একটি ভিডিও ছড়াতে দেখা গেছে।

এ মামলায় বলা হয়, “গত ১৮ এপ্রিল ভোররাতে আইনমন্ত্রীর মা জাহানারা হক ঢাকার অ্যাপোলো হাসপাতালে মারা যান। ওইদিন বিকালে মাত্র ২০/২৫ জনের উপস্থিতিতে সামাজিক দূরত্ব বজায় রেখে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এরপর মরদেহ বনানী কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়।

“কিন্তু একটি কুচক্রী মহল অন্য একটি জানাজার ছবি এডিট করে আইনমন্ত্রীর মায়ের জানাজার নামাজের সাথে যুক্ত করে ফেইসবুকে অপপ্রচার করে আইনমন্ত্রী ও সরকারের ভাবমূর্তিকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা চালাচ্ছে।”