‘এক মিনিটের টর্নেডোয়’ টাঙ্গাইলে গ্রাম লন্ডভন্ড

টাঙ্গাইলে টর্নেডোর আঘাতে বেশকিছু বাড়িঘর বিধ্বস্ত হয়েছে বলে খবর পাওয়া গেছে।

টাঙ্গাইল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 April 2020, 03:08 PM
Updated : 22 April 2020, 06:12 PM

বুধবার বিকাল সাড়ে ৪টার দিকে কালিহাতী উপজেলার ইছাপুর গ্রামের ওপর দিয়ে এ ঝড় বয়ে যায়।

স্থানীয়রা বলছেন, ‘মাত্র এক মিনিটের মধ্যে গাছপালাসহ বাড়িঘর ভেঙে যায়।’ এছাড়া শিলাবৃষ্টি ও গাছ চাপায় বেশ কয়েকজন আহত হওয়ার খবরও পাওয়া গেছে।

তবে স্থানীয় ইউপি সদস্য মো. বেল্লাল হোসেন জানিয়েছেন, আহতদের কাউকে হাসপাতালে নিতে হয়নি।

কালিহাতী থানার ওসি হাসান-আল-মামুন জানান, টর্নেডোর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। তারা কাজ করছে।

“তবে হতাহতের সঠিক তথ্য এখন পর্যন্ত জানা যায়নি।”

নগরবাড়ি কৃষি কলেজের শিক্ষক বাদশা মিঞা বলেন, “শিলা বৃষ্টিতে ঘরিয়া চকের অন্তত পাঁচ একর জমির ইরি ফসলের ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে।

“খড় ছাড়া কৃষকরা কিছুই ঘরে তুলতে পারবে না।”

ইছাপুর গ্রামের আসাদুজ্জামান সিন্টু ও মাসুম বলেন, “কয়েক সেকেন্ডের ঝড়ে দোকানপাটসহ ঘরবাড়ি বিধ্বস্ত এবং অন্তত ৫০ মানুষ আহত হয়েছে। আহতদের মধ্যে কারো অবস্থা গুরুতর না হওয়ায় তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।”

টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের ওপর প্রচুর গাছ ও বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে বিদুৎ-সংযোগ ও সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে বলেও জানান তিনি।

কলেজ ছাত্র সুমিত হাসান জানান, শিলা বৃষ্টির আঘাতে তার শরীরের বিভিন্ন জায়গা ফুলে ব্যথা পেয়েছেন।